
রাঙ্গামাটি, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে পৌরসভা মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজ। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) আসলাম সরওয়ার, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, জেলার প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ।
আলোাচনা সভার আগে সকালে পৌরসভা চত্বর থেকে একটি জনসচেতনতকমূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।