যুক্তরাষ্ট্র-জাপান পরস্পরের ‘শক্তিশালী’ মিত্র: ট্রাম্প

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:২৮

ঢাকা, ২৮ অক্টোবর. ২০২৫ (বাসস): চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির লক্ষ্যে এশিয়া সফরকালে মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের ‘শক্তিশালী’ মিত্র।

ট্রাম্প তাকাইচিকে বলেন, ‘আমরা সবচেয়ে শক্তিশালী পর্যায়ের মিত্র এবং আপনার সঙ্গে থাকতে পারাটা অনেক সম্মানের। আমার মনে হচ্ছে খুব শিগগিরই আপনি সেরা প্রধানমন্ত্রীদের একজন হয়ে উঠবেন।’

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার টোকিওতে পৌঁছান ট্রাম্প। মালয়েশিয়া সফর ও দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাঝামাঝি এই সফর অনুষ্ঠিত হয়।

টোকিওতে প্রধানমন্ত্রীর বাসভবনে ট্রাম্পকে অভ্যর্থনা জানান তাকাইচি। দায়িত্ব গ্রহণের মাত্র ক’দিন পরই মার্কিন নেতার সঙ্গে এটি তার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই বৈঠকের মাধ্যমে মার্কিন শুল্ক বৃদ্ধির ফলে শুরু হওয়া বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটতে পারে।

তাকাইচি দ’ুদেশের বন্ধনের ওপর জোর দিয়ে বলেন, ‘আমি জাপান-যুক্তরাষ্ট্র জোটের একটি নতুন স্বর্ণযুগ বাস্তবায়ন করতে চাই, যাতে করে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে ওঠে।’

টোকিওতে ট্রাম্প ও তাকাইচি তাদের মিত্র দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও বাণিজ্যের ওপর মনোনিবেশ করছেন বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তার ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় আরও শক্তিশালী সামরিক অবস্থান গ্রহণ করছে দীর্ঘদিনের শান্তিবাদী জাপান।

গত সপ্তাহে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া তাকাইচি চীনের কট্টর সমালোচক। তিনি বলেন, তার সরকার এই বছর প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের দুই শতাংশ ব্যয়ের লক্ষ্য অর্জন করবে। নির্ধারিত সময়ের দুই বছর আগেই এই লক্ষ্য অর্জিত হবে।

জাপানে প্রায় ৬০ হাজার সামরিক কর্মী রয়েছে। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র চায় টোকিও আরও বেশি অর্থ ব্যয় করুক, যা জুন মাসে ন্যাটো সদস্যদের দ্বারা প্রতিশ্রুতিবদ্ধ জিডিপির পাঁচ শতাংশের সমান হতে পারে।

টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ইয়ে কুয়াং হেং বলেন, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য জাপানের ওপর ‘মার্কিন চাপ’ এড়াতে, তাকাইচি পূর্ববর্তী নির্ধারিত লক্ষ্যটি এগিয়ে এনেছেন।

তাকাইচির সঙ্গে বৈঠকের পাশাপাশি মঙ্গলবার ট্রাম্পের মার্কিন নৌ-ঘাঁটি ইয়োকোসুকায় নোঙ্গর করা ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরীতে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে।

তিনি গাড়ি নির্মাতা টয়োটার চেয়ারম্যানসহ অন্যান্য ব্যবসায়ী নেতাদের সঙ্গে নৈশভোজেও অংশ নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এস আলমের ৪৬৯ একর জমি জব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১
আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন
বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫০তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো ‘জার্নি আউটডোরস বাংলাদেশ’
আবু সাঈদ স্মৃতিস্তম্ভ আমাদের স্বাধীনতার চেতনাকে বাঁচিয়ে রাখবে: বিআরইউআর ভিসি
প্রাথমিক শিক্ষার বিষয়ে জনআকাঙ্ক্ষা পরিপন্থি পদক্ষেপ নেবে না সরকার : ধর্ম উপদেষ্টা 
আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সমঝোতা স্মারক স্বাক্ষর
জলবায়ু পরিবর্তনের ক্ষতি টাকায় পুষিয়ে নেওয়া সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ বাংলাদেশের
১০