
বরগুনা, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বরগুনা জেলা প্রশাসন প্রশাসনের সহযোগিতায় এবং বরগুনা সাইন্স সোসাইটির (বিএসএস) এর আয়োজনে দু’দিন ব্যাপি ‘বিএসএস মহাকাশ ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪ টায় সার্কিট হাউজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মহাকাশ ক্যাম্প উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের কিউরেটর মাসুদুর রহমান, এস এম আবু হান্নান বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ প্রমুখ।
আয়োজকরা জানান, এ ‘মহাকাশ ক্যাম্প’ সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে।