সাউদার্ন ইউনিভার্সিটির ৬ কোটি টাকা আত্মসাৎ: উপাচার্য-কোষাধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৫:৫৪ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ২০:২৫
ফাইল ছবি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক-কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড (আপদকালীন তহবিল) থেকে ৬ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অনিয়মিত অর্থ প্রদান সংক্রান্ত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সরওয়ার জাহান ও সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এ তথ্য জানান। 

তিনি জানান, আজ দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, আসামি ড. সরওয়ার জাহান অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড থেকে ৬ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়া, তিনি ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় ‘সাউদার্ন ইউনিভার্সিটি’ নামে পরিচালিত শাখার কর্মচারীর বেতন বাবদ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে ৮৮ হাজার ৭৩৮ টাকা পরিশোধ করেন, যার কোনো অনুমোদন বা নথি পাওয়া যায়নি।

এছাড়া কোষাধ্যক্ষ ড. সরওয়ার জাহান ও সাবেক উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে মোহাম্মদ ইলিয়াছ নামে এক ব্যক্তিকে ‘ঋণ পরিশোধের’ নামে ২৮ লাখ ৮ হাজার ৯৯০ টাকা প্রদান করেন, যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঐ ব্যক্তির কাছ থেকে কোনো ঋণ গ্রহণের প্রমাণ পাওয়া যায়নি।

দুদকের তদন্তে দেখা যায়, ২০১০ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, প্রবর্তক শাখায় সাউদার্ন ইউনিভার্সিটির নামে খোলা হিসাবের মাধ্যমে এসব অর্থ উত্তোলন করা হয়, এবং ২০২৪ সালের জুন পর্যন্ত এই হিসাবে জমাকৃত সব অর্থ পরবর্তীতে তুলে নেয়া হয়। বর্তমানে হিসাবটিতে কোনো স্থিতি নেই।

ঘটনার সময়কাল ২০১০ সালের মে মাস থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এবং স্থান সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক শাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০