খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব বাপ্পী

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৫:৫২
মনিরুল হাসান বাপ্পী। ফাইল ছবি

খুলনা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হাসান বাপ্পীকে খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বর্তমান সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

গতকাল শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শেখ আবু হোসেন বাবু গত বছরের ২৯ ডিসেম্বর মিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার একটি জটিল অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার উন্নতি হলেও তিনি পুরোপুরি সুস্থ হননি। 

চলতি বছরের ৩ মে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করিয়ে ৩০ জুলাই তিনি বাড়ি ফিরে আসেন।

এর আগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি খুলনা জেলা বিএনপির পূর্ববর্তী আহ্বায়ক কমিটি ভেঙে দেয়। পরবর্তীতে ১৩ ডিসেম্বর মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব এবং মো. মোমরেজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়। নতুন দায়িত্ব পাওয়া মনিরুল হাসান বাপ্পি আহ্বায়ক কমিটির একজন সদস্য।

এদিকে, বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় আজ রোববার সকালে তার নিজ এলাকা রূপসা উপজেলায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০