ভূমি প্রশাসন আধুনিকায়নে অন্যতম পদক্ষেপ অটোমেটেড ভূমিসেবা : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের টিওটি প্রশিক্ষণে বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রশাসন আধুনিকায়নে অন্যতম পদক্ষেপ হলো অটোমেটেড ভূমিসেবা। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকেরা এখন সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা পাচ্ছেন। ভূমির সঠিক ব্যবস্থাপনা এবং নাগরিকদের সহজলভ্য ভূমিসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ‘মানোন্নীত অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে রংপুর বিভাগের চারটি (রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম) এবং খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণের টিওটি’ প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, বর্তমানে বাংলাদেশে অধিকাংশ ভূমিসেবা ডিজিটাল হয়েছে। নাগরিকগণ এখন ঘরে বসে অনলাইনে ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। ‘ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়’ এ অঙ্গীকার বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় এবং প্রয়োজনে নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভূমিসেবা প্রদানের জন্য শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন জনসচেতনতা ও সেবাদাতাদের আন্তরিকতা। সাধারণ জনগণেরও উচিত ভূমি সম্পর্কিত মৌলিক জ্ঞান অর্জন করা। নাগরিক যদি নিজে সচেতন থাকে, তবে অনিয়ম ও হয়রানি অনেকাংশে রোধ করা সম্ভব। সঠিক ভূমিসেবা নিশ্চিত করতে হলে সেবাদাতার সততা এবং জনগণের অংশগ্রহণের সমন্বয় অপরিহার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ঢাবি শিক্ষিকার ছবি বিকৃত করায় মামলা: প্রধান আসামি এক্টিভিস্ট মুজতবা খন্দকার
নেপালে পানবাড়ি পর্বতে ২ পর্বতারোহী নিখোঁজ 
নির্বাচন যথাসময়ে হতে হবে, সংস্কারও বাস্তবায়ন করতে হবে: আখতার
১০