
জয়পুরহাট, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জয়পুরহাটে ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তন ও কৃষকদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মাঠে এ সভা হয়।
রাজশহী উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মফিজুল ইসলামের ৩ বিঘা জমিতে এ প্রদর্শনীর ধান কাটার মাধ্যমে মাড়াই কার্যক্রম শুরু হয়।
জয়পুরহাট সদর কৃষি অফিসের আয়োজনে নমুনা শস্য কাটা শেষে স্থানীয় কৃষকদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষকদের মধ্যে ব্রি ধান ১০৩ এর ফলন ও চাষাবাদ নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো. জামাল উদ্দিন।
এ সময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (শস্য) লুৎফর রহমান, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কামরুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র মণ্ডল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুর রহমান।
সভায় বক্তারা বলেন, ব্রি ধান ১০৩ উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৭ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। চালের আকৃতি লম্বা ও চিকন হওয়ায় কৃষকরা এ ধানের মূল্য বেশি পাবে। জাতটি আমন মৌসুমে মাঠ পর্যায়ে বিস্তারে সারাদেশে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।