নাটোরে জেলা কাব ক্যাম্পুরীতে মহা তাঁবু জলসা

বাসস
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৭
বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত। ছবি: বাসস

নাটোর, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত আটটায় নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত জলসায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

জলসায় বক্তারা বলেন, কাব স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। তাই প্রত্যেক কাব স্কাউট সদস্যকে সুন্দর হওয়ার শপথ গ্রহণ করতে হবে। তবেই তারা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউটস্রে কমিশনার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে জলসায় বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস্রে রাজশাহী অঞ্চলের কমিশনার মো. নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার সম্পাদক ও কাব ক্যাম্পুরীর সদস্য সচিব এস এম গোলাম মহি উদ্দিন জানান, নাটোর জেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয় থেকে কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ ৬০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেন।

ক্যাম্পুরীতে কাব প্রোগ্রাম, বৃত্ত গঠন, গ্রান্ড ইয়েল, দড়ির কাজ, কাব অভিযান, প্রতিভা বিকাশ, বন্ধু গড়ি, ফান এন্ড গেইম কার্নিভাল, প্রাথমিক প্রতিবিধান, মহাতাঁবু জলসাসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। 

মহা তাঁবু জলসায় শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পরিবেশনায় অংশগ্রহণ করে। জেলা প্রশাসক বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১১ মাস পর জনসম্মুখে নোবেলজয়ী মাচাদো
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
আসন্ন নির্বাচনে নাটোরে ভোটার সাড়ে ১৫ লাখ
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৭ হাজার প্রবাসীর নিবন্ধন
রংপুরে শুরু তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা
৮ ডিগ্রিতে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা
চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ
বাংলাদেশে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে দাবিতে ছড়ানো ছবি এআই-সৃষ্ট : ফ্যাক্টওয়াচ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
১০