
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শনিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার ইউএই এয়ার ফোর্স এন্ড এয়ার ডিফেন্স- এর আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সফর করবেন।
সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ (ডিআইএসিসি ২০২৫) ও দুবাই এয়ার শো ২০২৫- এ অংশগ্রহণ করবেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান এই সরকারি সফর শেষে আগামী ২০ নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।