বগুড়ায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৪

বাসস
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:২৩
ছবি : বাসস

বগুড়া, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস): বগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন। 

গতকাল শনিবার জেলার বনানী ও তিনমাথা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার মামলা দিয়ে আদালতে পাঠানো প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে ইয়াবা নিয়ে পুলিশের কাছে ধরা পড়েন মো. রুবেল প্রামানিক (৩৭)ও মো. হানিফ সাকিদার (৩০)। তাদের দুজনের বাড়ি শাজাহানপুর উপজেলার দাড়িকামারী পশ্চিমপাড়া গ্রামে।

আর মো. বিশু (৩৭) ও মো. জহুরুল ইসলামকে (৪০) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া ও চকসূত্রাপুর এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)আতোয়ার রহমান জানান, শনিবার সন্ধ্যার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এসআই স্বপন মিয়ার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রুবেল ও হানিফকে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার তিনমাথা ফ্লাইওভারের নিচে এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এতে বিশু ও জহুরুলকে গ্রেপ্তার করে ডিবি টিম। পরে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে চালান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার ব্যাপারে ‘একরকম’ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প
'বিডি ডাইজেস্ট' আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানোর প্ল্যাটফর্ম বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে উঠবে পাবনায় : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
এস্তেভাও, ক্যাসেমিরোর গোলে সেনেগালকে পরাজিত করেছে ব্রাজিল
টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার 
চট্টগ্রামে এইচএসসিতে ফেল থেকে পাস ৩৯৩, জিপিএ-৫ পেল ৩২ শিক্ষার্থী
ঠাকুরগাঁওয়ে তথ্যনির্ভর বাংলাদেশ গঠনে আলোচনা সভা
রাজশাহী বোর্ডে এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
চট্টগ্রামে ৩০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেফতার
আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি : রিজভী
১০