
বান্দরবান, ১৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার আলীকদম উপজেলায় আজ সেনা জোনের উদ্যোগে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’, মতবিনিময় সভা, শুভেচ্ছা উপহার প্রদান এবং বই ও খেলাধুলার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার আলীকদম উপজেলায় ম্রো কমপ্লেক্স ছাত্রাবাসে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এবং ৪ নং করুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো।
এ সময় প্রধান অতিথি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান তার বক্তব্যে ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা সম্পর্কে আলোচনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরে রিজিয়ন কমান্ডার ম্রো শিক্ষার্থীদের মধ্যে বই ও খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
পাশাপাশি ম্রো কল্যাণ ছাত্রবাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার এবং উপস্থিত ম্রো জনগোষ্ঠীর সদস্যদের নগদ উপহার প্রদান করা হয়।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর চিকিৎসকদল সাধারণ রোগ, শিশু ও মাতৃস্বাস্থ্য, ডেন্টাল সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করেন। মানবিক এ আয়োজনে শতাধিক ম্রো নারী-পুরুষ এবং শিক্ষার্থী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এ আয়োজনে সেনা জোনের কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।