জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ মৌখিক পরীক্ষা শুরু

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:২৬

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের বিবিএ (প্রফেশনাল) তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের মৌখিক পরীক্ষা আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে গতকাল (সোমবার) এই নতুন সময়সূচি ঘোষণা করেছেন।

এতে বলা হয়েছে, এই মৌখিক পরীক্ষার নম্বর ইএমএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। নতুন পদ্ধতিতে এখন কেন্দ্রগুলো থেকে সরাসরি নম্বর এন্ট্রি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড কেন্দ্রকে সরবরাহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার বিল জমা দেওয়ার জন্যও নতুন একটি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষকদের বিল http://103.113.200.36/  এই ওয়েব ঠিকানা থেকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। এই তারিখের পরে কোন বিল গ্রহণ করা হবে না। বিল জমা দেওয়ার জন্য কলেজগুলোর নিজস্ব জিমেইল অ্যাড্রেস থাকতে হবে।

এছাড়া বিল এন্ট্রি করার পর তথ্য কনফার্ম করে ডাউনলোড করা প্রতিবেদন অধ্যক্ষের সইসহ উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি জিহাদিদের
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের ১৭৬ কোটি টাকা মূল্যের জমি জব্দ
শীতে লেপ-তোশকের চাহিদা বেড়েছে, ব্যস্ত কারিগররা
তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
হাসিনার রায় নিয়ে দেওয়া বিবৃতিতে সম্মতি ছাড়াই শিক্ষকদের নাম: বাংলাফ্যাক্ট
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সক্রিয় করতে সভা
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০