
বাগেরহাট, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম বাতেন বাগেরহাটের ২৪তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন।
জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার বিকেলে তিনি হযরত খান জাহান আলী (রহ.) এর মাজারে ফাতেহা পাঠ করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করে করেন।
গত ৯ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের আদেশ জারি করা হয়।
মো. গোলাম বাতেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।