
নেত্রকোণা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় পুষ্টি গ্রাম ও ফলিত পুষ্টি বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) এর উদ্যোগে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এর কারিগরি সহায়তায় বারটান'র আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বারটান'র আঞ্চলিক কার্যালয় জেলা কর্মকতা ও অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ উন-নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বারটান'র প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আকতার।
বারটান'র এর বিভিন্ন কার্যক্রম ও পুষ্টিগ্রাম নিয়ে বিস্তারিত স্লাইড প্রেজেন্টেশন করেন, অঞ্চল প্রধান ড. মোসা. আলতাফ উন-নাহার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, ৭৫ টি পরিবারকে সহায়তা দিয়ে একটি পুষ্টিগ্রাম স্থাপন করে দৃষ্টান্ত তৈরি করা হয়েছে। এই ৭৫ টি পরিবার প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান তাদের প্রতিবেশীদের মধ্যে শেয়ার করে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
তিনি বলেন, আমরা ডায়বেটিস হলে হাঁটি, না হওয়ার আগে হাঁটিনা, আমাদেরকে নিয়মিত প্রতিদিন হাঁটতে হয়। পুষ্টি সম্পর্কে ধারণা নিতে হবে। সুষম খাবার, নিয়মিত পরিশ্রম এবং ভালো ঘুম এই তিনটি বিষয়কে সবসময় মাথায় রাখতে হবে, সবাইকে জানাতে হবে, সচেতন করতে হবে।’
কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম, প্রকল্প ম্যানেজার তাসনীম মাহজাবিন বক্তব্য দেন।
কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও পুষ্টিগ্রাম বাহিরচাপড়ার ৭৫ জন কৃষক-কিষাণি অংশগ্রহণ করেন।