
সুনামগঞ্জ, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী।
দিরাই উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী।
তিনি বলেন, এটাই হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। তাই আমি শেষবারের মতো আপনাদের সেবা করতে চাই। মানুষের ভোটাধিকার হরণ করে রাখার জন্য শেখ হাসিনাকে আজ পালিয়ে যেতে হয়েছে। অনেক রক্তের বিনিময়ে সাধারণ মানুষের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করার। সবাই ঐক্যবদ্ধ থেকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপি কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, আব্দুল খালেক প্রমুখ।