নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:১১
আজ নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন। ছবি : বাসস

নওগাঁ, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও নওগাঁ প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গৌরাংগ কুমার তালুকদার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনসহ অন্যান্যরা।

প্রাণিসম্পদ সপ্তাহ মেলায় ৩৫টি স্টল অংশ নেয়। এতে বিভিন্ন জাতের গবাদি পশু, হাঁস-মুরগী, ভেড়া, ছাগল এবং প্রণিজ খাদ্য ও ওষুধপত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষকরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি  
শরীয়তপুরে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদের গণসংযোগ
হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন
প্রাপ্যতা ও নিরাপত্তা জোরদারে জ্বালানি নীতি হালনাগাদ করেছে এডিবি
জেলায় জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
মোল্লাহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যায় নিহত ৩৪ 
সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ 
নাটোরে উদ্বৃত্ত দুধ উৎপাদন
নওগাঁয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
১০