
শরীয়তপুর, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
আজ বুধবার সকাল ১০টায় ঢাকা থেকে বৃহৎ গাড়িবহর নিয়ে পদ্মাসেতু পার হয়ে শরীয়তপুরে প্রবেশ করেন। এরপর সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালান। এ সময় শতশত কর্মী-সমর্থক ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে তাকে স্বাগত জানান।
সাঈদ আহমেদ আসলাম দিনভর সদর উপজেলার ডোমসার, শৌলপাড়া, চিকন্দী, তুলাসার, বিনোদপুর, চন্দ্রপুর, মাহমুদপুর, চিতলিয়া, আংগারিয়া, রুদ্রকর ও পালং ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
এ সময় প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন। পথসভায় তিনি বলেন, শরীয়তপুর-১ আসনের মানুষের উন্নয়ন বঞ্চনার শেষ করতে জনগণের ভোটেই পরিবর্তন সম্ভব। নির্বাচিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চাহিদা পূরণই হবে আমার প্রথম কাজ।
দলীয় প্রতীক ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিগত সরকার শরীয়তপুরের উন্নয়নে বৈষম্য করেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সেই অবহেলা দূর করার প্রতিশ্রুতি দিচ্ছি।
গণসংযোগ চলাকালে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।