নানা আয়োজনে চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা মুক্ত দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পালন করা হয়েছে দিবসটি। এ উপলক্ষে আজ সকালে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের আজকের দিনে চুয়াডাঙ্গা পাক হানাদার মুক্ত হয়েছিল। এ দিনে মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা অভিমুখে পালিয়ে যায়। হানাদারমুক্ত হয় চুয়াডাঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওসমান ওসমান হাদিকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ 
খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 
যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন
১০