শুধু পাস নয়, প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে: তৌহিদ

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮
রোববার নীলফামারী মাগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : বাসস

রংপুর, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ‘উন্নত ভবিষ্যৎ গঠনে জ্ঞানভিত্তিক মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই’ উল্লেখ করে  শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় পাসের লক্ষ্যে পড়াশোনা না করে প্রকৃত জ্ঞান অর্জনের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ রোববার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ক্রীড়া, সাংস্কৃতিক ও মানসিক বিকাশমূলক কার্যক্রমে অংশগ্রহণেও উৎসাহিত করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, পুলিশ সুপার এএফএম তারিক হোসেন খান, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রায় এবং সাবেক শিক্ষার্থী মো. মহিউদ্দিন আজাদ।

নারীর শিক্ষা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ছয় দশকে নারীদের শিক্ষায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এর ফলেই আজ দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা সাফল্যের স্বাক্ষর রাখছেন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু পাশের হার বাড়ানোই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে হবে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানরা যেন বিপথে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা কোন কাজে কত সময় ব্যয় করছে, তা নিয়মিত নজরদারিতে রাখা জরুরি। সন্তানদের সঙ্গে সময় কাটানোও গুরুত্বপূর্ণ, এতে তাদের একাকিত্ববোধ দূর হয়।

মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, যারা বিদেশে যেতে আগ্রহী, তাদের উচ্চ আয়ের জন্য ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওসমান ওসমান হাদিকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ 
খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 
যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন
১০