বাগেরহাটে রেড রুবি টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫২
চিতলমারী উপজেলার রায়গ্রাম এলাকায় রেড রুবি টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

বাগেরহাট, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চিতলমারী উপজেলার রায়গ্রাম এলাকায় রেড রুবি টমেটোর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে  ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের  উদ্যোগে রেড রুবি জাতের টমেটো নিয়ে কৃষক-কেন্দ্রিক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম), খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন মো. আজাহারুল ইসলাম আরিফ, মনিটরিং অফিসার বিপ্লব কুমার মন্ডল, টেরিটরি সেলস অফিসার (চিতলমারী, বাগেরহাট) এবং ব্র্যান্ড প্রমোটার প্রিন্স হালদার।

আরএসএম মো. মোস্তাফিজুর রহমান কৃষকদের উদ্দেশ্যে রেড রুবি টমেটো জাতের বৈশিষ্ট্য, আধুনিক উৎপাদন প্রযুক্তি, রোগব্যাধি ব্যবস্থাপনা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, আগাম জাত হওয়ায় বাজারে উচ্চমূল্য পাওয়া যায় এবং ভাইরাসসহ বিভিন্ন রোগে সহনশীল হওয়ায় এ জাতটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে।

মাঠ দিবসে অংশ নেওয়া স্থানীয় চাষি প্রকাশ রায় জানান, তিনি রেড রুবি টমেটো চাষ করে উল্লেখযোগ্য লাভবান হয়েছেন। তার ভাষায় ‘২৫ হাজার টাকা খরচ করে এখন পর্যন্ত ৮০ হাজার টাকা পেয়েছি। আরও ৭০/৮০ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারব।’

তিনি আরও বলেন, আগাম জাতের টমেটো হওয়ায় গাছে থোকায় থোকায় ফল আসে এবং বাজারে দামও ভালো পাওয়া যায়। তার সফলতা দেখে এলাকার আরও অনেক চাষি আগামী মৌসুমে রেড রুবি টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানে কৃষকদের নিয়ে আলোচনা সভা, প্রদর্শনী প্লট পরিদর্শন, ক্ষেত থেকে টাটকা টমেটো সংগ্রহ ও মান যাচাই এবং অংশগ্রহণকারীদের দলীয় ছবি তোলা হয়।

এই মাঠ দিবস রেড রুবি টমেটো নিয়ে কৃষকদের বাস্তব ধারণা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগাম জাত, উচ্চ ফলন ও বাজার সুবিধার কারণে আগামী মৌসুমে এ জাতের চাষ চিতলমারী, বাগেরহাট, গোপালগঞ্জ এলাকায় আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকদের ধারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতারে দাবি গণসংহতি আন্দোলনের
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওসমান ওসমান হাদিকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ 
খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 
যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন
১০