বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫
বরিশাল মহানগর ও ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীদের আয়োজনে আজ দুপুর ১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

বরিশাল, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল মহানগর ও ত্রিশটি ওয়ার্ডের নেতাকর্মীদের আয়োজনে আজ দুপুর ১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচননে নির্বাচনী কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

তিনি বলেন, খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। এর আগে তিনি যতবার নির্বাচন করেছিলেন। কোন নির্বাচনে তিনি হারেননি। আজ খালেদা জিয়া সংকটাপন্ন। আমরা তার সুস্থতা কামনা করি।

তিনি আরো বলেন, বিগত নির্বাচনে বিএনপি যেখানে শক্তিশালী ছিল সেখানেই আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে। দেশে গণতন্ত্রের জন্য বিএনপি লড়াই করেছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রেখেছে। খালেদা জিয়া দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছেন।

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কমিটি গঠনের বিষয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগরের সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক জসীম উদ্দিনসহ ত্রিশটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না: মনিরুল হক চৌধুরী
চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ ৪২০০ কেজি ঘনচিনি আটক
বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
বগুড়ায় ২৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মেহেরপুরের ঘরে ঘরে তৈরি হচ্ছে সুস্বাদু ‘কুমড়ো বড়ি’
রাষ্ট্রপতির সাথে সিইসির সৌজন্য সাক্ষাৎ
খুলনার ২টি আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
মানবতাবিরোধী অপরাধে সালমান-আনিসুলের বিরুদ্ধে শুনানি ১৭ ডিসেম্বর
সুনামগঞ্জে নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ
মানবাধিকার দিবসে ফেনীতে মতবিনিময় সভা
১০