
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ডাক বিভাগের আধুনিকায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের সততা, দক্ষতা ও প্রযুক্তি-জ্ঞানই প্রধান ভিত্তি হবে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি গতকাল বাংলাদেশ পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনে অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪ জন নবনিযুক্ত উপজেলা পোস্টমাস্টার, পোস্ট অফিস পরিদর্শক ও জুনিয়র একাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ডিজিটাল যুগে ডাক বিভাগকে আধুনিক, দ্রুতগামী এবং জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এড্রেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) -এর গুরুত্ব তুলে ধরে বিশেষ সহকারী বলেন, ডিজিটালাইজড এড্রেস ম্যানেজমেন্ট লাস্ট-মাইল ডেলিভারি, ট্র্যাকিং নির্ভুলতা এবং সার্বিক লজিস্টিক্স ব্যবস্থাপনার দক্ষতা বহুগুণে বাড়াবে।
তিনি আরও উল্লেখ করেন, ডাক বিভাগের উদ্ভাবন সিএলটিপি দেশের পার্সেল মুভমেন্টকে রিয়েল-টাইমে ট্র্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন, সরকারি আর্থিক কার্যক্রম ও পার্সেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
বিশেষ সহকারী বলেন, ডিজিটাল পার্সেল ব্যবস্থাপনা, অনলাইন ট্র্যাকিং, ই-কমার্স লজিস্টিক্স, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স ও সরকারি ভাতা বিতরণ—এসব ক্ষেত্রেই ডাক বিভাগের ভূমিকা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্মার্ট ডাকঘর গড়তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও অভিযোগ নিষ্পত্তিতে কর্মকর্তাদের দক্ষতা অপরিহার্য।
ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এসটিইএম ুএর বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই ডাক বিভাগের আধুনিকায়নে গতি আনবে এবং রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে তা তারা দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করবেন বলে সরকার প্রত্যাশা করে।
প্রশিক্ষণার্থীরাও তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ ও প্রশিক্ষকবৃন্দ এবং রাজশাহীস্থ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।