শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৩ (বাসস) : ডাকাতরা প্রথমে বাসার ডিস সংযোগের তার কেটে দেয়। পরে তারা মেকানিক পরিচয়ে ডিস সংযোগ ঠিক করার নামে বাসা রেকি করে। তারপর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার উজ্জলসহ ২ জনকে আটক করা হয়েছে।
র্যাব বলেছে, সোমবার বিকেলে রাজধানীর ডেমরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সরদার মো. উজ্জল হোসেন ও তার অন্যতম সহযোগী মো. রাশেদকে গ্রেফতার করা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, ডাকাত দলের এ চক্রটি রাজধানীর ডেমরা, শনিরআখড়া, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকায় বড় ধরনের ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। । বিগত ৫ মাসে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ৭ টি ডাকাতি করেছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারস্থ র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গতকাল সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর ডেমরা থানার বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার মো. উজ্জল হোসেন ও মো. রাশেদকে গ্রেফতার করছে।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ৩টি ককটেল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৬ রাউন্ড ব্লাংক কার্তুজ, ১টি গুলির খালি খোসা, ১ টি সুইচ গিয়ার, ১টি চাপাতি, ২টি হাতুড়ি, ১টি প্লাস, ৩টি কস্টেপ, ১টি টর্চ লাইট, ১টি স্ক্র ড্রাইভার, ১টি হেস্কো ব্লেড, ২টি গামছা, ইলেকট্রিক তার, রশি, ১টি ব্যাগ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ডাকাত দলের ৫ জন সদস্যের মধ্যে ২ জনকে গ্রেফতার করা হয় এবং ৩ জন ডাকাত পালিয়ে যায়। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
জিজ্ঞাসাবাদে ডাকাত দলের সদস্যরা জানায় , ডেমরা এলাকায় সম্প্রতি তারা একটি ৪তলা বাড়িকে টার্গেট করে। ওই বাড়ির মালিক নিলুফা ইয়াসমিন বাড়ির অন্যান্য ফ্লোর ভাড়া দিয়ে ২য় তলায় নিজস্ব একটি ফ্ল্যাটে একা বসবাস করেন। তার স্বামী একজন প্রবাসী এবং সম্প্রতি তার দুই ছেলে প্রবাসে চলে যাওয়ায় বেশ কিছুদিন যাবৎ সে ওই বাড়িতে একা বাস করে আসছিল।
র্যাবের এ কর্মকর্তা জানান, ডাকাত দলের মূলহোতা উজ্জল ও তার দল গত এপ্রিল মাস থেকেই এই বাড়িটি টার্গেট করে। এরপর তারা বেশ কয়েকবার বাড়িটির ডিস সংযোগের তার কেটে দেয় এবং বাসায় নক করে ডিসের মেকানিক পরিচয়ে ডিস সংযোগ ঠিক করার নামে বাসাটি রেকি করে। পরবর্তীতে গতকাল সোমবার বিকেলে ডাকাত সর্দার উজ্জলের নেতৃত্বে ৫ জন ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশকালে র্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃতদের থানায় সোপর্দের পর তাদের বিরুদ্ধে ডেমরা থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে।