বাসস
  ১২ মে ২০২৩, ১৮:৩৫

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক সিকিউরিটি গার্ড নিহত

ঢাকা, ১২ মে, ২০২৩ (বাসস) : রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিং এলাকায় রেলনাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম  মো. মামুন (৩৬)। 
সে গুলশান-২ আমিন মোহাম্মদ হাউজিংয়ে সিকিউরিটি গার্ড ছিলো। 
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকার বাসিন্দা মো. মাইনুদ্দিনের পুত্র। সে তিতুমীর কলেজের পাশে সিকিউরিটি গার্ডের ব্যারাকে থাকতো। 
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এসব তথ্য  বাসসকে নিশ্চিত করেছেন। 
তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মামুনের বাবা মো. মাইনুদ্দিন জানান, তার দু’ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল সবার বড়।