শিরোনাম
ঢাকা, ১৬ মে, ২০২৩ (বাসস) : রাজধানীর উত্তরা থেকে র্যাপিড ক্যাশ নামক অ্যাপ ব্যবহার করে প্রতারক চক্রের মূল হোতা মাস্টার মাইন্ড মাহির ওরফে মাহের এবং এজেন্টসহ ১৯ জন সদস্যকে আটক করেছে এটিইউ সাইবার ক্রাইম উইং। আটককৃতদের মধ্যে ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।
এটিইউ সাইবার ক্রাইম উইংয়ের এসপি ফারহানা ইয়াসমিন জানান, মঙ্গলবার রাত ৯ টায় উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কের বাসা নং- ৬ ৫ম তলার একটি ফ্ল্যাটে গোপনে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান বিকেল ৫ টায় শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।
তিনি জানান, অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে মূলহোতা মাহিন ওরফে মাহেরসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে। এসময় ঘটনাস্হল থেকে ৫ টি ডেক্সটপ, (সিপিও), ১০ টি লেপটপ, একাধিক ডিভাইস, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।