শিরোনাম
ঢাকা, ৬ জুন, ২০২৩ (বাসস) : পবিত্র হজ পালনের জন্য আজ পর্যন্ত ১৫৪টি হজ ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫৮ হাজার ৬২৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ ঢাকায় হজ অফিসের দায়িত্বরত হজ কর্মকতা বাসসকে জানান, ১৫৪টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৭৬টি হজ ফ্লাইটে ২৯ হাজার ২৮০ জন, সৌদি এয়ার লাইন্সের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৭০৫ জন, ফ্লাইনাস এয়ার লাইন্সের ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৬শ’৪১ জন গেছেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৬ হাজার ২৯৫ জন হজ যাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন।
এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছে। ইতেমধ্যে ৮৯ হাজার ৮শ’২১টি হজ যাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। বাকী ভিসাও শিগগিরই পাওয়া যাবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে স্থানীয় সময় রাত ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো: মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মোঃ জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিমানের শেষ হজ ফ্লাইট যাবে আগামী ২২ জুন। গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স এসব হজযাত্রী পরিবহন করবে।
আগামী ২ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ২ আগস্ট।
এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় একজন মহিলাসহ ৫ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন।