কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪১
কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার  দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের বিরুদ্ধে এক প্রকল্প থেকেই ৩শ’কোটি টাকা লোপাটের অভিযোগসহ অন্যান্য প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন শামীমের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আমদানি পণ্যে কিউআর কোড বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
বাকৃবিতে ‘উচ্চশিক্ষায় স্বীকৃতি বিষয়ক মোটিভেশনাল কর্মশালা’ অনুষ্ঠিত
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ফরাসি আইনপ্রণেতাদের ভিসা বাতিল করল ইসরাইল
কিশোরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু
সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৭ মে
জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
কানাডার ভোটের এক সপ্তাহ আগে লিবারেলদের এগিয়ে থাকার ইঙ্গিত
চিলিতে চীনা মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রে বন্দুকধারীদের হামলা
গুরুতর অসুস্থ ব্যারিস্টার রাজ্জাক হাসপাতালে
১০