নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৪
নাটোরে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার নীচাবাজার এলাকায় শোভাযাত্রা শেষে জেলা প্রশসনের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। ছবি : বাসস

নাটোর, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় ‘পলিব্যাগ পরিহার করি, পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি’-এই প্রতিপাদ্য বিষয়ে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু করেছে জেলা প্রশাসন। 

এ উপলক্ষে আজ বেলা ১১টায় শহরের নীচাবাজার এলাকায় শোভাযাত্রা শেষে ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ  করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

এসময় জেলা প্রশাসক বলেন, নান্দনিক নাটোর গড়ার প্রত্যেয়ে নাটোরকে পলিথিনমুক্ত করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। বাজারে জনগনের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের উদ্বুদ্ধ করতে চাই, পলিথিনের ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য। ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলাকে পলিথিনমুক্ত করা হবে। আমরা চাই পলিথিনের ব্যবহার কমে আসুক, পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক।  

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হক, নীচাবাজার ব্যবসায়ী ইউনিটির সভাপতি সাইফুল্লাহ, সাধারন সম্পাদক  রাশেদ উদ্দিন এবং অন্যান্য ব্যবসায়ী।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০