চাঁদপুরের ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫১
আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছবি : বাসস

চাঁদপুর, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সারা দেশে আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জেলার ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়। 

আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় সর্বমোট  পরীক্ষার্থী ৩৩ হাজার ৯৬৯ জন। এর মধ্যে এসএসসিতে ৪৬ টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, দাখিল পরীক্ষায় ১৯ টি কেন্দ্রে  ৭ হাজার  ৪৫৫ জন এবং ভোকেশনালে ১২ টি কেন্দ্রে  ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। 

জেলা সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস জানান, অন্যান্য বছরের চেয়ে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দর থাকবে। কুমিল্লা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের  অধীনে জেলার ৭৭ কেন্দ্রে  ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, জেলা প্রশাসন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন  করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। যেসব শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবেন না, তারা কেউ পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। প্রতিবছর একটি করে ভিজিলেন্স টিম থাকলেও এবার প্রতি উপজেলায় পাঁচটি করে ভিজিলেন্স টিম থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬৯ শতাংশ
জাপানের অর্থায়নে বৃত্তিপ্রাপ্তদের সম্মেলন : অংশীদারিত্ব ও জ্ঞান বিনিময়ে এডিবির উদ্যোগ
কয়েক দশকের মধ্যে রূপার দাম সর্বোচ্চ, প্রতি আউন্স ৫০ ডলারের ওপরে
নাটোরে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড 
আজারবাইজানি বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভূমিকা স্বীকার করলেন পুতিন
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এফবিসিসিআই প্রতিনিধি দলের বৈঠক
সাইবার নিরাপত্তা জোরদার করতে বেবিচক-এর নির্দেশনা
ইউনেস্কোর সাধারণ অধিবেশনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন
 গ্রেটা থানবার্গকে ‘ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল’ : মানবাধিকার কর্মী 
১০