চাঁদপুরের ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫১
আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছবি : বাসস

চাঁদপুর, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সারা দেশে আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জেলার ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়। 

আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় সর্বমোট  পরীক্ষার্থী ৩৩ হাজার ৯৬৯ জন। এর মধ্যে এসএসসিতে ৪৬ টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, দাখিল পরীক্ষায় ১৯ টি কেন্দ্রে  ৭ হাজার  ৪৫৫ জন এবং ভোকেশনালে ১২ টি কেন্দ্রে  ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। 

জেলা সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস জানান, অন্যান্য বছরের চেয়ে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দর থাকবে। কুমিল্লা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের  অধীনে জেলার ৭৭ কেন্দ্রে  ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, জেলা প্রশাসন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন  করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। যেসব শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবেন না, তারা কেউ পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। প্রতিবছর একটি করে ভিজিলেন্স টিম থাকলেও এবার প্রতি উপজেলায় পাঁচটি করে ভিজিলেন্স টিম থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
হাসিনার বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ
ভারতে নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান ঢাকার
সারাদেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক 
সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ তথ্য উপদেষ্টার
ডিএনসিসির মাঠ ও পার্ক দখলমুক্ত করে ব্যবহারের দাবি 
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
ঝালকাঠিতে গ্রাম আদালত বিষয়ক পর্যালোচনা সভা 
রেকর্ড তৃতীয়বার পিএফএ বর্ষসেরা খেলোয়াড় সালাহ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৫৬
১০