চাঁদপুরের ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫১
আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ছবি : বাসস

চাঁদপুর, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সারা দেশে আজ থেকে শুরু হওয়া ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জেলার ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়। 

আজ বৃহস্পতিবার  ১০ এপ্রিল সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় সর্বমোট  পরীক্ষার্থী ৩৩ হাজার ৯৬৯ জন। এর মধ্যে এসএসসিতে ৪৬ টি কেন্দ্রে ২৪ হাজার ৭২৬ জন, দাখিল পরীক্ষায় ১৯ টি কেন্দ্রে  ৭ হাজার  ৪৫৫ জন এবং ভোকেশনালে ১২ টি কেন্দ্রে  ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। 

জেলা সহকারী শিক্ষা পরিদর্শক লিটন কান্তি দাস জানান, অন্যান্য বছরের চেয়ে এবারের পরীক্ষার পরিবেশ সুন্দর থাকবে। কুমিল্লা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের  অধীনে জেলার ৭৭ কেন্দ্রে  ৩৩ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেবেন।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, জেলা প্রশাসন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন  করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। যেসব শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বে থাকবেন না, তারা কেউ পরীক্ষা কেন্দ্রে আসতে পারবেন না। প্রতিবছর একটি করে ভিজিলেন্স টিম থাকলেও এবার প্রতি উপজেলায় পাঁচটি করে ভিজিলেন্স টিম থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০