জয়পুরহাটে দুই মাদক কারবারি গ্রেফতার  

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:৩৫
ছবি : বাসস

জয়পুরহাট, ২ মে ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রতন ও রাসেল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের বড় হেলকুন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।পরে, শুক্রবার আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রতন চন্দ্র মালী (৪২) ও রাসেল হোসেন (২৪) জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের বড় হেলকুন্ডা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে র‌্যাব সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বড় হেলকুন্ডা এলাকার মাদক কারবারি রতন ও রাসেলকে মাদক বিক্রি করার সময় হাতেনাতে আটক করে।অভিযানকালে ঘটনাস্থলে ২ জনের নিকট থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোবাইল ফোন উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। পরে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ শুক্রবার আদালতে নেয়া হয়েছে। আদালতের নির্দেশে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০