বিএসএফ দিনাজপুর সীমান্তে দু’গ্রামবাসীকে ধরে নেয়ার জেরে গ্রামবাসীরাও দু’জন ভারতীয়কে ধরে এনেছে 

বাসস
প্রকাশ: ০২ মে ২০২৫, ১৭:৪১
ছবি : বাসস

দিনাজপুর, ২মে, ২০২৫ (বাসস): দিনাজপুর বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। 

দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলাম আজ শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সৃষ্ট ঘটনা নিরসনে ভারতের ৯১ বিএসএফ এর অধিনায়কের সাথে কথা হয়েছে। উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের বিনিময় করা হবে।   

স্থানীয় ধর্মজান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, জেলার বিরল উপজেলার ধর্মজান ইউনিয়নের ধর্মজান সীমান্তে গ্রামের মাঠে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। আজ শুক্রবার দুপুর ১২টায় ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে ভারতীয় কাটাবাড়ী ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

বিএসএফ'র ধরে নিয়ে যাওয়া দু'জন বাংলাদেশি নাগরিকরা হলেন দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. এনামুল হক (৫৫) ও তার পুত্র মো. মাসুদ রানা (২৬)।

এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তারা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেণ টুডুর পুত্র অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেন এর পুত্র ফিলিপ সরেন (৩৩)। তাদের বিরল উপজেলার কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০