যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতা-কর্মী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৫:৪১
ছবি : বাসস

যশোর, ৫ মে, ২০২৫ (বাসস) : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকার একটি ভাড়া বাসা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল রোববার দিবাগত রাতে ঐ সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়। 

গ্রেফতার হওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা হলেন- শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন আলম (৪০), ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি হায়দার আলী (৩৭) ও শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, গ্রেফতার সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে শার্শা ও ঝিকরগাছা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।

বাবলুর রহমান আরও বলেন, ৫ আগস্টের পর থেকে গ্রেফতার এড়াতে ঝিকরগাছার হাজিরালী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন করে ছিলেন এ সাতজন। 

গোপন তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
লালমনিরহাটে হত্যা মামলার আসামি গ্রেফতার
১০