ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পর্যটন কেন্দ্র বালিসহ ইন্দোনেশিয়ার দুটি দ্বীপে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। 

সংশ্লিষ্টদের কর্মকর্তাদের বরাত দিয়ে জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাকৃতকি এই দুর্যোগে আরও পাঁচ জন নিখোঁজ রয়েছে।

ন্যাশনাল ডিজাসটার মিটিগেশন এজেন্সি’র মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিপাতের ফলে বালির সাতটি জেলায় বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

আব্দুল বলেন, বুধবার রাতে বালিতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। 

এর আগে বন্যায় মৃতের সংখ্যা ছিল নয় জন এবং দুই জন নিখোঁজ ছিল।

স্কুল, গ্রামীণ হল ও মসজিদসহ সরকারি স্থাপনাগুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত করে পাঁচ শতাধিক মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান ফাতুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার ফ্লোরেস দ্বীপের নাগেকিও জেলায় এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পর, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে।

ফাতুর আরো জানান, নাগেকিওতে এখনও নিখোঁজ তিন জনের সন্ধানে উদ্ধারকারীরা খননকারী যন্ত্র ও একটি ড্রোন ব্যবহার করে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার এএফপি’র সাংবাদিকরা জানিয়েছেন, বালির প্রাদেশিক রাজধানী ডেনপাসারে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে।

তবে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এই সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে যে, শুক্রবার থেকে সোমবারের মধ্যে বালিসহ প্রদেশগুলোয় আবারও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০