নকল শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা, কারখানা বন্ধ

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:১৩
ছবি : বাসস

ফরিদপুর, ১০ মে, ২০২৫ (বাসস) : জেলার বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় একটি নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছে। 

গতকাল সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার পুলিশ-এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের আওতায় কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে। কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।  

জানা যায়, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে নকল শিশু খাদ্য উৎপাদন করছিলেন। কোন প্রকার সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে এই কারখানায় স্যাকারিন, ঘন চিনি, সেন্ট আর পানি দিয়ে ড্রিংকো জুস, আইস ললি, তেঁতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করা হতো।

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যৌথবাহিনী কারখানাটিতে অভিযান চালায়। জাহিদুল ইসলাম তার ছেলে আশিক ও চারজন নারী শ্রমিককে নিয়ে এসব পণ্য সামগ্রী উৎপাদন করছিলেন। এসব নকল পণ্য উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে ধ্বংস করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল এ প্রসঙ্গে বলেন, ‘মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এ সব নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উৎপাদিত নকল পণ্য ধ্বংস করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০