ভাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলে ১৪ ঘণ্টা ধরে রেল চলাচল বন্ধ   

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:৪৫
ছবি : বাসস

ফরিদপুর, ১০ মে ২০২৫ (বাসস) : পয়েন্টম্যানের ভুল সিগন্যালের কারণে ঢাকা থেকে খুলনাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুটি কোচ ভাঙ্গা বামনকান্দা জাংশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-খুলনা, ঢাকা- বেনাপোল ও ঢাকা-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ১৪ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েন ৭০০ যাত্রী। 

গতকাল শুক্রবার দিনগত রাত ৯টা ৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

লাইনচ্যুত কোচ দুইটি উদ্ধারে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি রিলিফ ট্রেন ও ক্রেনসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা আজ সকাল থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। 

পাকশি বিভাগীয় পরিবহণ কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নিয়েই সিগন্যাল বা পয়েন্ট চেঞ্জ করেছে। এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভাঙ্গা বামুনকান্দা রেল জাংশনের পুলিশ ফাঁড়ি ইনচার্জ খাইরুজ্জামান সিকদার জানান, দুর্ঘটনার পর রাতেই যাত্রীরা বিভিন্ন বিকল্প পরিবহণে গন্তব্যে রওনা দিয়েছেন।

তিনি বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। 

এ বিষয়ে ভাঙ্গা জাংশনের সহকারী রেল স্টেশন মাস্টার সুমন বাড়ৈ বলেন, ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেল জাংশন থেকে বের হওয়ার পর কিছুদূর গিয়ে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন থেকে অন্য লাইনের উপর চলে যায়। দুর্ঘটনার সময় ট্রেনে ৬০০-৭০০ যাত্রী ছিল। তারা দুর্ভোগে পড়েন। 

আজ দুপুরের মধ্যে ট্রেন লাইন সচল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৩৩ জন 
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
দুদকের ৪টি অভিযানে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে
কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ ফুটবল দল ও আটকে পড়া নাগরিকরা
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ
বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে
দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জামায়াতের আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
‘পোপ ফেস্ট’ উদযাপনে ভ্যাটিকান রাষ্ট্রদূতের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই : প্রধান উপদেষ্টা
১০