৪ মাস ১৮ দিনে মানুষের দান ৩২ বস্তা টাকা

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:১৩
পাগলা মসজিদে দানবাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): চার মাস ১৮ দিনে ৩২ বস্তা টাকা দান করেছেন ধর্মপ্রাণ মানুষ। জেলা  শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ১৪টি লোহার দানবাক্স  থেকে এ টাকা পাওয়া গেছে। ৪ মাস ১৮দিন পর আজ সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রুপালি ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব টাকা গণনার কাজে অংশ নেন। তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়। এজন্য এবার নতুন করে আরও দুইটি দানবাক্স বসানো হয়।

এর আগে ৪ মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলোতে  রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক মো. রমজান আলীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এছাড়াও এসময় বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুষ্টিয়ায় নিরাপদ সড়ক দাবিতে লিফলেট বিতরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র কারখানার সন্ধান : আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪
৩ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল : প্রেস সচিব
হত্যা মামলায় রিমান্ড শেষে তৌহিদ আফ্রিদি কারাগারে
১৭ বছর পর মেহেরপুরে বিএনপির সম্মেলন
নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত : প্রেস সচিব
খুলনার তেরখাদায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
বাংলাদেশের উচিত চীনের সঙ্গে নদী প্রকল্পে এগিয়ে যাওয়া : মেজর (অব.) হাফিজ
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে চোরাই কাঠ জব্দ
টাঙ্গাইলে মাদক কারবারির কারাদণ্ড
১০