পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকা

বাসস
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:২০
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা জমা পড়েছে । ছবি :বাসস

কিশোরগঞ্জ, ৩১ আগস্ট ২০২৫ (বাসস): কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে এবার জমা পড়েছে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

৪ মাস ১৮ দিন পর শনিবার সকালে মসজিদের ১৪টি দানবাক্স খোলা হয়। এতে পাওয়া রেকর্ড যায় ৩২ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দোতলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়। 

এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ ৫০০ মানুষ।

এসময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

গণনা শেষে বিকেল পৌনে ৮টায় কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ এপ্রিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১১টি দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের দারফুরে ‘বিধ্বংসী’ ভূমিধসে ১ হাজারেরও বেশি মানুষ নিহত
চট্টগ্রামের পাইকারি বাজারে কমতে শুরু করেছে চালের দাম 
নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
কোটি টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার
সুদানের দারফুরে ‘বিধ্বংসী’ ভূমিধসে ১ হাজারেরও বেশি মানুষ নিহত 
আপিল বিভাগের অবকাশকালীন বিচারপতি মনোনয়ন
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোয়ানের আহ্বান
চব্বিশের জুলাই হত্যাকাণ্ড: দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে শোভাযাত্রা
ত্রয়োদশ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি 
১০