টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮
মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র‌্যাব-১৪। ছবি : বাসস

টাঙ্গাইল, ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় পৃথক অভিযানে প্রায় ২৩ লাখ টাকার মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র‌্যাব-১৪।

গতকাল (২ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের র‌্যাব-১৪ টাঙ্গাইল সদর ও মির্জাপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৭শ পিস ইয়াবা ও ৯৪ পিস পরিত্যক্ত ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দিবাগত রাতে এ তথ্য জানান।   

গ্রেফতারকৃতরা হলেন, মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের পুত্র রবিউল ইসলাম (৩০) এবং একই এলাকার ট্রাক চালক শাহিন আলম (৩৫)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি সিলেট থেকে বালু বোঝাই একটি ট্রাক মাদকদ্রব্য ইয়াবা নিয়ে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২০ লাখ ১০ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়।

একই দিন অপর এক অভিযানে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৮২ হাজার টাকা।

এ ঘটনায় মির্জাপুর এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে অস্ট্রেলিয়া
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১, আহত ৪০
মানিকগঞ্জে জাল পরিচয়পত্র তৈরির অপরাধে তিন জন কারাগারে
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও
আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার
রংপুরে মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে ৩ জনের কারাদন্ড
বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরে তাল গাছ রোপণ কর্মসূচি
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের নির্দেশে জুলাই গণহত্যা : সাবেক আইজিপি 
১০