মানিকগঞ্জে জাল পরিচয়পত্র তৈরির অপরাধে তিন জন কারাগারে

বাসস
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫
প্রতীকী ছবি

মানিকগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অপরাধে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। 

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেজবা-উল সাবেরিন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিস এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তাদের জাল কাগজপত্রসহ আটক করা হয়। মানিকগঞ্জ সদরের ইউএনও  পুটাইল ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে এ অভিযান পরিচালনা করেন।  

আটককৃতরা হলেন, জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা গ্রামের সোহানুর রহমান (২২), মানিকগঞ্জ পৌরসভার বেউথা গ্রামের আরিফ হোসেন (৩৬) এবং পশ্চিম উরিয়াজানি গ্রামের মনির হোসেন (৪৫)।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন জাল স্বাক্ষর, সরকারি সীল এবং মানিকগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি পদবি ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন। সোহানুর রহমান জাল জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য ১৬,০০০ টাকা নিয়ে আরিফ হোসেনের সাথে যোগাযোগ করতে এসেছিলেন। 

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে তাদের মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গতকাল সন্ধ্যায় অভিযুক্তদের আদালতে হাজির করা হয় এবং আদালত তাদের সবাইকে কারাগারে প্রেরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত
দেশের নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ ২ জন গ্রেফতার 
দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা
ফার্নিচার কর্মচারী হত্যা : অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ আজ
যশোরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিআর নয়, জনগণ সরাসরি পদ্ধতিতে নির্বাচন চায় : রুহুল কবির রিজভী
পিএসসি’র নন-ক্যাডার পরীক্ষার প্রশ্ন বিক্রির মূল হোতা গ্রেফতার
ভোলা উপকূলের নদী উত্তাল, অভ্যন্তরীণ ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ 
১০