পটুয়াখালী, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার হোতা ইলিয়াস হোসেন মিলুকে (৪৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মিরণ বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক।
রোববার মধ্যরাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে ইলিয়াসকে জেলা ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তিনি কুয়াকাটার মাদক কারবারিদের নিয়ন্ত্রক ও একটি হত্যা মামলার আসামি।
ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাইয়ের ছেলে। তার বাবার নাম মৃত শানু হাওলাদার। কুয়াকাটা পৌরসভার হুইচ্যানপাড়া গ্রামে বাড়ি।
পটুয়াখালী ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে আটক করে তার জবানবন্দী নেওয়া হয়।
গত ৪ ফেব্রুয়ারি মধ্য রাতে ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছে গাড়ি থেকে নেমে বাসায় ফিরছিলেন মিরন। বাসায় ঢোকার আগমুহূর্তে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরনের চিৎকারে পরিবারের সদস্যসহ এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় হত্যা চেষ্টার মামলা করা হয়।