বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২
ছবি: বাসস

বান্দরবান, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এ প্রতিপাদ্যে আজ বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মনঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, এস এম হাসানসহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুধীজন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “লেখাপড়ার পাশাপাশি আমাদের বিভিন্ন ভাষায় দক্ষ হতে হবে। ভিন্ন ভাষায় পারদর্শী হলে কর্মক্ষেত্রে সফলতা অর্জন সহজ হয়। বিশেষ করে শ্রমবাজারে টিকে থাকতে হলে যে দেশে যাওয়ার ইচ্ছা থাকবে, সেদেশের ভাষ শেখা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠান শেষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
চট্টগ্রাম কাস্টমসে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘনচিনি আটক
এলডিসি উত্তরণের জন্য স্থিতিশীল নীতি সহায়তা চায় তৈরি পোশাক খাত
খুলনার চিংড়ি চাষীদের উন্নত গলদা চাষের কৌশল শিখতে ‘অভিজ্ঞতা বিনিময়’ সফর 
কারমাইকেল কলেজের ১০৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
বিএমইউ এবং এনএসইউর মধ্যে এআই প্রযুক্তি সহায়তা সমঝোতা স্মারক স্বাক্ষর 
সেবা প্রাপ্তি সহজ করতে ৭ দফা নির্দেশনা জারি গণপূর্ত মন্ত্রণালয়ের
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি
যারা হেরে যাওয়ার ভয় পাচ্ছেন, তারাই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছেন : মির্জা ফখরুল
১০