দিনাজপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২ টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়। এর পর দুপর দেড় টায় জেলা প্রশাসকের হলরুমে এক আলোচনা সভা করা হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার বাইরে মানবিকতা শেখাতে হবে। মেধা ও বিজ্ঞান ভিত্তিক পড়া-শোনায় মনোযোগী এবং আধুনিক জ্ঞান চর্চা বেশি করাতে হবে। প্রজ্ঞা ও মেধার পার্থক্য রয়েছে, আমাদের প্রজ্ঞাবান হতে হবে। শিক্ষা নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। এক কথায় সাক্ষরতার হার কমাতে হলে সকলকে এক সাথে এগিয়ে আসতে হবে। আজকের এই সাক্ষরতা দিবসে আগামী দিনের প্রজন্মকে যুগ-উপযোগী শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মো. রেজওয়ান আসিফ, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সহকারী শিক্ষক মো. হান্নান মিয়া, চেহেলগাজী স্কুল এন্ড কলেজের প্রভাষক যুথিকা রানী রায় প্রমুখ।
এছাড়াও তাৎক্ষণিক কুইজে অংশ গ্রহণ করে বিজয়ী হন, জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. শিহান আহমেদ ও কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ছাত্রী রাইতা হাসান শাওন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সদর উপজেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা অফিসার মো. গোলাপ হোসেনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।