১২০ টাকায় সাতক্ষীরায় পুলিশে চাকরি পেলেন ২৮ জন 

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ আপডেট: : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩
২৮ জন তরুণ-তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ছবি: বাসস

সাতক্ষীরা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। 

সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় ২৮ জন তরুণ-তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী রয়েছেন দুইজন । এছাড়া আরও ছয় প্রার্থী অপেক্ষায় রয়েছেন।

বুধবার রাতে পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীসহ তাদের অভিভাবকরা। আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্থান পেয়েছেন। 

পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে প্রার্থীরা দেশের সেবা করার সুযোগ পাবেন। এজন্য সবার উচিত সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে এ সময় সেখানে উপস্থিত ছিলেন, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) বিমল কৃষ্ণ মল্লিক, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, প্রার্থীগণ ও সাংবাদিকরা।

উল্লেখ্য, এবারে এ নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৯০০ প্রার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৪০০ জন। প্রাথমিকভাবে উত্তীর্ণ হন ৩৩৫ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৮ জন। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ জন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ২৮ জন। অপেক্ষমান রয়েছেন ৬ জন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রীর সঙ্গে খাদ্য ও ভূমি উপদেষ্টার বৈঠক
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
১০