রংপুরে অটোরিকশা চুরির মামলায় ২ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬

রংপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রংপুর মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে। একইসঙ্গে চুরির ঘটনার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২২ আগস্ট সন্ধ্যায় লালকুঠি মসজিদ সংলগ্ন এলাকা থেকে মো. সুজা মিয়ার (৪৩) অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই মো. জিয়াউর রহমান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তার সহযোগিতায় অভিযান চালিয়ে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ধাপ মেজবান হোটেলের সামনে থেকে মো. সুমন হোসেনকে (৩৩) অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাত সাড়ে ১১টায় সাতমাথা মোড় থেকে আসামি মো. সাদ্দাম হোসেন ওরফে জসিমকে (৩০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাদ্দাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রীর সঙ্গে খাদ্য ও ভূমি উপদেষ্টার বৈঠক
নেপালে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিমানের অতিরিক্ত ফ্লাইট
যশোরে ১৭টি স্বর্ণের বার সহ একজন আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার
সেনাপ্রধানের উদ্যোগে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা
ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৯
চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মেক্সিকোতে গ্যাস সরবরাহ গাড়ি বিস্ফোরণে নিহত ৩, আহত ৬৭
নাসার মহাকাশ কর্মসূচিতে চীনা নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা
প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
১০