রংপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রংপুর মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে। একইসঙ্গে চুরির ঘটনার মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২২ আগস্ট সন্ধ্যায় লালকুঠি মসজিদ সংলগ্ন এলাকা থেকে মো. সুজা মিয়ার (৪৩) অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান এসআই মো. জিয়াউর রহমান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ ও তদন্ত কর্মকর্তার সহযোগিতায় অভিযান চালিয়ে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ধাপ মেজবান হোটেলের সামনে থেকে মো. সুমন হোসেনকে (৩৩) অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে রাত সাড়ে ১১টায় সাতমাথা মোড় থেকে আসামি মো. সাদ্দাম হোসেন ওরফে জসিমকে (৩০) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সাদ্দাম হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।