গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৯
হলদিয়া ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৩৪টি পরিবারে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ছবি: বাসস

গাইবান্ধা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৩৪টি পরিবারে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয় থেকে গতকাল শুক্রবার এ চাল বিতরণ করা হয়। 

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন। 

রফিকুল ইসলাম বাসসকে বলেন, সাম্প্রতিক সময়ে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনে ইউনিয়নের বেশ কয়েকটি পরিবার তাদের আবাদি জমি এবং পৈতৃক বসতভিটা হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খাদ্যের অভাবে কষ্টে দিন কাটাচ্ছে।

তিনি জানান, ভাঙন কবলিত পরিবারগুলোর কষ্ট লাঘব করার জন্য তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সহায়তা চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন। এর  প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাধারণ ত্রাণ হিসেবে চাল অনুমোদন করে। এতে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। 

তিনি বলেন, ভাঙন কবলিত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। 

চাল বিতরণ কর্মসূচিতে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন ট্যাগ অফিসার আসাদুজ্জামান, ইউপি সচিব আবু তাহের এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় এ বছর ভোটার বেড়েছে ৭৮ হাজার ৩৭২ জন
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৩,৫৪১ মামলা
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান ভূমি সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে : সুপ্রদীপ চাকমা
পোপ লিও ল্যাম্পেডুসাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন
খুবি’তে 'পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শিক্ষার্থীদের নিজের স্বপ্ন অনুসরণের আহ্বান হাসনাত আব্দুল্লাহর
গবাদি পশুর যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য উপদেষ্টার
সার আমদানিতে কোনো অনিয়ম হয়নি, অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত : কৃষি মন্ত্রণালয়
মুন্সীগঞ্জে পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত
১০