পোপ লিও ল্যাম্পেডুসাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোপ চতুর্দশ লিও শুক্রবার ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেডুসার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন।

ল্যাম্পেডুসায় নিয়মিত আগত অভিবাসীদের স্বাগত জানানোর জন্য দ্বীপটির জনগণকে তিনি ধন্যবাদ জানান। এটি ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জের একটি পরিচিত বৈশিষ্ট্য।

রোম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

দ্বীপের এক অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় পোপ বলেন, ‘করুণা ছাড়া ন্যায়বিচার হয় না। অন্যের কষ্ট না শুনে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় না।’

তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে ল্যাম্পেডুসা আফ্রিকা থেকে আসা অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর প্রথম স্থান। ভঙ্গুর বা জনাকীর্ণ নৌকায় করে অভিবাসীরা প্রায়ই দ্বীপটিতে পৌঁছে।

পোপ অভিবাসীদের সহায়তার করার জন্য দ্বীপটির স্বেচ্ছাসেবক, মেয়র ও তাদের প্রশাসনে কর্মরত সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই, যারা প্রায়শই এই যাত্রা থেকে বেঁচে যাওয়া মানুষের প্রতি মানবতা প্রদর্শন করেছেন এবং এখনও করে চলেছেন।’

পোপ আরো বলেন, ‘হাজার হাজার মানুষ, যারা এখন (ইউরোপে) উন্নত জীবনযাপন করছে, তারা কখনোই আপনাদের দান ভুলবে না।’

চলতি মাসের গোড়ায়, ভূমধ্যসাগরে একটি অভিবাসী নৌকা বিপদে পড়ার পর সমুদ্রে সাতজন নিখোঁজ হন এবং আরও ৪১ জনকে ল্যাম্পেডুসায় আনা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে, ইউরোপে যাওয়ার প্রচেষ্টায় থাকা দুই হাজার ৫৭৩ জন ভূমধ্যসাগরে মারা গেছেন।

আইওএম জানিয়েছে, কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় ক্রসিং (দ্য সেন্ট্রাল মেডিটেরিয়ান ক্রসিং) বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসী রুটগুলোর মধ্যে একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলি হামলার নিন্দা জানাতে কাতারে আরব ও মুসলিম নেতাদের বৈঠক
রাজধানীতে অভিযানে গ্রেফতার ১০
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যুবাদের চতুর্থ ম্যাচও পরিত্যক্ত
বার্ন ইনিস্টিউট থেকে ছাড়পত্র পেলেন আরও দুই মাইলস্টোন শিক্ষার্থী
পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ১
শোকাহত নেপালিরা আশা করছেন বিক্ষোভে মৃত্যু পরিবর্তন আনবে
সল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ডময় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
এশিয়া কাপে কাল মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯
১০