পোপ লিও ল্যাম্পেডুসাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পোপ চতুর্দশ লিও শুক্রবার ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেডুসার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বার্তা পাঠিয়েছেন।

ল্যাম্পেডুসায় নিয়মিত আগত অভিবাসীদের স্বাগত জানানোর জন্য দ্বীপটির জনগণকে তিনি ধন্যবাদ জানান। এটি ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপপুঞ্জের একটি পরিচিত বৈশিষ্ট্য।

রোম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

দ্বীপের এক অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় পোপ বলেন, ‘করুণা ছাড়া ন্যায়বিচার হয় না। অন্যের কষ্ট না শুনে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় না।’

তিউনিসিয়ার উপকূল থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে ল্যাম্পেডুসা আফ্রিকা থেকে আসা অভিবাসীদের ইউরোপে পৌঁছানোর প্রথম স্থান। ভঙ্গুর বা জনাকীর্ণ নৌকায় করে অভিবাসীরা প্রায়ই দ্বীপটিতে পৌঁছে।

পোপ অভিবাসীদের সহায়তার করার জন্য দ্বীপটির স্বেচ্ছাসেবক, মেয়র ও তাদের প্রশাসনে কর্মরত সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘আপনাদের ধন্যবাদ জানাই, যারা প্রায়শই এই যাত্রা থেকে বেঁচে যাওয়া মানুষের প্রতি মানবতা প্রদর্শন করেছেন এবং এখনও করে চলেছেন।’

পোপ আরো বলেন, ‘হাজার হাজার মানুষ, যারা এখন (ইউরোপে) উন্নত জীবনযাপন করছে, তারা কখনোই আপনাদের দান ভুলবে না।’

চলতি মাসের গোড়ায়, ভূমধ্যসাগরে একটি অভিবাসী নৌকা বিপদে পড়ার পর সমুদ্রে সাতজন নিখোঁজ হন এবং আরও ৪১ জনকে ল্যাম্পেডুসায় আনা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান অনুসারে, ২০২৪ সালে, ইউরোপে যাওয়ার প্রচেষ্টায় থাকা দুই হাজার ৫৭৩ জন ভূমধ্যসাগরে মারা গেছেন।

আইওএম জানিয়েছে, কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় ক্রসিং (দ্য সেন্ট্রাল মেডিটেরিয়ান ক্রসিং) বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসী রুটগুলোর মধ্যে একটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০