চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চাঁদপুরে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত খাবার বাজারজাতকরণসহ অন্যান্য অপরাধে ৩টি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শহরের পৃথক স্থানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন। রাতে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করেন পরিদর্শক প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা প্রশাসন চাঁদপুর ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে পুরান বাজারে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে রঘুনাথপুর এলাকার ঢাকা মহানগর বেকারি মালিককে ৫ হাজার টাকা এবং শহরের চিত্রলেখা মোড় নিউ সোশ্যাল বাজার মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক এস এম শাকিল ইউসুফ। জনস্বার্থে এ ধরনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।