গোপালগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার মো. সীমান্ত (১৭) নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সীমান্ত যশোর জেলার বেনাপোল থানার পুটখালী এলাকার মফিজুর রজমান মন্টুর ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. রোমান তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী অজ্ঞাত একটি যানবাহনের পেছনে কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্টো- ট- ১৫-১৬৯৪) ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার সীমান্ত গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপ পরিদর্শক মো. রোমান বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।