সার্বিয়ায় রেল স্টেশনে দুর্ঘটনায় সাবেক মন্ত্রীসহ ১৩ জন অভিযুক্ত

বাসস
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সার্বিয়ান প্রসিকিউটররা গতকাল মঙ্গলবার একজন সাবেক মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে একটি হালনাগাদ অভিযোগ দায়ের করেছেন। ২০২৪ সালের নভেম্বর মাসে একটি রেল স্টেশনের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের ঝড় উঠায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। 

বেলগ্রেড থেকে এএফপি এই খবর জানিয়েছে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সাবেক নির্মাণমন্ত্রী গোরান ভেসিকসহ অভিযুক্ত সকলের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ‘জননিরাপত্তার বিরুদ্ধে গুরুতর অপরাধ’ করার অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভিযোগপত্রে প্রস্তাব করা হয়েছে, নোভি সাদের উচ্চ আদালত সকল আসামীদের হেফাজতে নেয়ার নির্দেশ দেবে’।

সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের নবনির্মিত স্টেশনে ছাদ ধসের ঘটনা দুর্নীতির প্রতীক হয়ে ওঠে এবং প্রায় প্রতিদিনই বিক্ষোভের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা প্রথমে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছিল। কিন্তু শীঘ্রই তাদের দাবি দ্রুত নির্বাচনের দাবিতে রূপ নেয়।
নোভি সাদের উচ্চতর পাবলিক প্রসিকিউটরের কার্যালয় প্রথমে ডিসেম্বরের শেষের দিকে একটি অভিযোগ দায়ের করে। কিন্তু বিচারকরা এপ্রিল মাসে আরো গভীরভাবে তদন্তের নির্দেশ দেন।

প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, তারা বিচারকের আদেশ মেনে নিয়েছে এবং এখন সম্পূরক তদন্ত সম্পন্ন করেছে।

বেলগ্রেডে সংগঠিত অপরাধ এবং দুর্নীতিতে বিশেষজ্ঞ প্রসিকিউটর ট্র্যাজেডির একটি পৃথক স্বাধীন তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।

এই তদন্ত ১৩ জনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যার মধ্যে ভেসিক এবং তার আগে নির্মাণ মন্ত্রণালয়ের প্রধান আরেকজন সাবেক মন্ত্রী টমিস্লাভ মোমিরোভিচও রয়েছেন।

মার্চ মাসে ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরের কার্যালয় (ইপিপিও) স্টেশন পুনর্নির্মাণের জন্য উক্ত তহবিলের সম্ভাব্য অপব্যবহারের বিষয়ে পৃথক আরো একটি তদন্ত শুরু করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
১০