নওগাঁ, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার প্রচার লিফলেট জেলার নওগাঁর ধামইরহাট উপজেলায় বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, বুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে. এম. এস. মুসাব্বির (শাফি) রোববার এ কর্মসূচির নেতৃত্ব দেন।
এ সময় ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাজেদুর রহমান দুলাল, পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।